কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁকুড়ার জয়পুরে

25th February 2020 বাঁকুড়া
কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁকুড়ার জয়পুরে


 জয়পুরে কৃষকবন্ধু প্রকল্পের ফর্ম জমায় ধুন্ধুমার , পরিস্থিতি নিমন্ত্রণে আনে জয়পুর থানার পুলিশ ।বাঁকুড়ার জয়পুরে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে  পুলিশে খবর দিতে  বাধ্য হন কৃষি আধিকারিক কিছুক্ষনের মধ্যে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন জয়পুর থানার পুলিশ । অনেকের অভিযোগ ভোর ৫টা থেকে  দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়েও তারা ফর্ম জমা দিতে হিমশিম খাচ্ছেন শুধু পরিচালনার অভাবে ও পর্যাপ্ত সংখ্যায় কর্মী না দিয়ে , মাত্র কয়েক জন কর্মী দিয়ে কাজ চালানোর জন্যই এমন ঘটনা বলে জানান এক কৃষক তিনি আবেদন করেন আগামীতে যাতে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেই দিকে নজর দিক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। প্রয়োজনে পঞ্চায়েতে অস্থায়ী ভাবে ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বলেও তিনি জানান।

ছবি - দেবব্রত মন্ডল 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।